প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই মাদ্রাসার গাছ কাটার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা গাছ কাটার দৃশ্য দেখে ফেললে শ্রমিকরা দ্রুত স্থান ত্যাগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১টি কাঁঠাল গাছ কাটেন। কাটা গাছের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এর মধ্যে আমগাছটি সরিয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার সাবেক সভাপতি আইয়ুব আলী আটকে দেন।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সাবেক সভাপতি আইয়ুব আলী বলেন, “এই সুপার বরাবরই অনিয়মের সাথে জড়িত। এর আগেও রাতের আঁধারে গাছ কেটে বিক্রি করেছেন। আজও একইভাবে গাছ কাটতে গিয়ে ধরা পড়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
অন্যদিকে সুপার আজিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “মাদ্রাসা কমিটির রেজুলেশন অনুযায়ী গাছ কাটা হয়েছে। প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবনের জন্য জায়গা প্রয়োজন, পাশাপাশি কিছু আসবাবপত্র তৈরির জন্যও গাছ দু’টি কাটা হয়েছে।”
তবে কমিটি রেজুলেশনের মাধ্যমে গাছ কাটার বৈধতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো স্পষ্ট জবাব দেননি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী বলেন, “বিষয়টি জানার পর আমি মাদ্রাসায় গিয়েছিলাম। এখানে কিছু পারিবারিক কোন্দলের বিষয়ও রয়েছে। বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হবে।”
সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান, “অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫